বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০৬:০৭

পারভেজ হত্যাকাণ্ড: এবার গ্রেফতার সেই দুই নারী শিক্ষার্থী

পারভেজ হত্যাকাণ্ড: এবার গ্রেফতার সেই দুই নারী শিক্ষার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পূর্ব জুরাইনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই ইউনিভার্সিটি অব স্কলার্সেরর শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা আত্মগোপনে ছিলেন। বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে ওই দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হোল্ডিং নাম্বার ১৮০৪ ভবনের ২য় তলায় দুদিন আগে বাসা ভাড়া নেন। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি।

বনানী থানা সূত্রে জানা যায়, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

এরপর বুধবার (২৩ এপ্রিল) পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইদিন চট্টগ্রামের হালিশহর থেকে মামলার আরেক আসামি মো. মাহাথির হাসানকে (২০) চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করে ডিএমপির বনানী থানা পুলিশ। সবশেষ পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই নারী শিক্ষার্থীকে আটক করা হলো।

গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ইসলাম পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন।

এদিকে গত সোমবার (২১ এপ্রিল) পারভেজ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অব স্কলার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনাকে সাময়িক বহিষ্কার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে