এমটিনিউজ২৪ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় বড়দাহ এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এফকে ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসের ছাঁদ খুলে গাছের ডালে ঝুলে থাকে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায়।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে গর্তে পড়ে যায়। এ সময় গাড়ির সাদ গিয়ে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। চারজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাস এবং ছাঁদ সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে।