এমটিনিউজ২৪ ডেস্ক : বর্তমানে স্মার্ট কার্ড পুনরায় প্রাপ্তির জন্য একমাত্র প্রধান উপায় হচ্ছে ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ( আগারগাঁও) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগে আবেদন করা। স্মার্ট কার্ড ঢাকা উক্ত কার্যালয় থেকেই মুদ্রণ করা হয়, এক্ষেত্রে আপনার পুনরায় প্রাপ্তি অনেকটা সহজ হয়ে যাবে।
আবেদন করার জন্য আপনার স্মার্ট কার্ড হারানো সংক্রান্ত জিডির কপি + নির্ধারিত রি ইস্যু ফি জমা দিতে হবে। আবেদনের সময় আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের নম্বর জন্ম তারিখ প্রদান করতে হবে। ফি বিতরণের ধরন অনুযায়ী হয়ে থাকে। ফিপরিশোধ করার সময় আপনি উল্লেখ করবেন স্মার্ট কার্ড টি জরুরি ভাবে পেতে চান নাকি সাধারণ ভাবে পেতে চান।
আবেদন শেষ হয়ে গেলে তারা আপনাকে নির্ধারিত একটি তারিখ নিশ্চায়ন করবে যে তারিখে আপনি স্মার্ট কার্ডটি পুনরায় সংগ্রহ করতে পারবেন। স্মার্ট কার্ড রি ইস্যু ফি জানতে এনআইডি ফি ক্যালকুলেটর ব্যবহার করুন