এমটিনিউজ২৪ ডেস্ক : জুমার নামাজে খুতবা পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। এ ঘটনায় তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় ও নেটিজেনরা।
জানা যায়, গত শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শন করতে যান তিনি। পরিদর্শনকালে জুমার নামাজের সময় হয়ে গেলে দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান তিনি।
মসজিদে গিয়ে ইউএনও মো. জাহিদুল ইসলাম নামাজের খুতবার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে ইসলামের গুরুত্ব ও দেশের প্রচলিত আইনের আলোকে কিছু বক্তব্য দেন। পরে খুতবা পাঠ করে জুমার নামাজে ইমামতিও করেন তিনি। নামাজ শেষে সকলের শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউএনও।
এ সময় তিনি বলেন, আগে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে আসত, এখন আর সেভাবে শিশুরা মক্তবমুখী হচ্ছে না। পারিবারিক শিক্ষা ও পুথিগত শিক্ষার মান বেড়েছে সেইসঙ্গে ধর্মীয় শিক্ষার অভাব থেকেই যাচ্ছে। প্রতিটি শিশুকে ধর্মীয় অনুশাসন মেনে চলা অবশ্যম্ভাবী। কারণ ধর্মীয় শিক্ষা না দিলে প্রকৃত আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় না।
ওই দিন রাতে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। বিভিন্নজন তাদের আইডিতে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে কমেন্ট বক্সে ইউএনওর প্রশংসা করে নেটিজেনরা হাজার হাজার মন্তব্যও করেছেন।
জাহারুল ইসলাম নামে এক ব্যক্তি লিখেছেন, মহান আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা নেছারাবাদ উপজেলাবাসী এমন একজন যোগ্য ও দ্বীনদার উপজেলা নির্বাহী অফিসার পেয়েছি। একটি দেশ গঠনে বা দেশ বিনির্মাণে প্রশাসনিক কার্যালয় থেকে যেভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা সে করেছে। এ উদ্যোগের পাশাপাশি মসজিদের মেম্বার থেকেও পদক্ষেপ গ্রহণ করলে আরও ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। দোয়া করি আল্লাহ তায়ালা স্যারের হায়াতে বারাকা দান করুক। তার ছোঁয়ায় আমাদের নেছারাবাদ উপজেলা আরও সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, শুভকামনা স্যার আপনার জন্য।
এছাড়াও কমেন্টে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ও শুভকামনা লিখে প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উল্লেখ্য, পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরিশালের বাকেরগঞ্জ জন্মগ্রহণ করেন। গত ২৩ মার্চ থেকে স্বরূপকাঠি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।