এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সহকারী শিক্ষকরা ১২তম এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বাধীন পরামর্শক কমিটির সুপারিশের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটি ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে শুরুর পদ ‘শিক্ষক’ করার সুপারিশ করেছে এবং শুরুতে ১২তম গ্রেড নির্ধারণের পরামর্শ দিয়েছে।
প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য উচ্চ আদালতের রায়ে বেতন গ্রেড দশম করতে বলা হয়েছে। আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেও সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের সুপারিশকৃত উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বেতন স্কেল উন্নীতকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হবেন, যা তাদের দীর্ঘদিনের দাবি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।