মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:১২:০৭

সেনাবাহিনীর হাতে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

সেনাবাহিনীর হাতে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরের পালপাড়ায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মারামারির ঘটনায় ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ এপ্রিল) রাতে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— সজিব (২০), শান্ত (২২), মো. রমজান (২০), আহমেদ (২০), আলী আকবর (২৪), তামিম ২৫), হিমেল (২২), রাসেল (২০) ও সাব্বির (২২)।

জানা যায়, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদেরকে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়।

এ সময় সেই এলাকায় থাকা এআর এন্ড কে এপারেল গার্মেন্টসের ম্যানেজার মো. ইব্রাহিম শেখের ওপর হামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী ও দারুস সালাম থানা পুলিশের সদস্যরা। এরপর সেনাবাহিনী পালপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় নয়জনকে আটক করা হয়।

আটককৃতরা প্রত্যেকে এ হামলার সাথে জড়িত ছিল। যা মারামারি সময় পাশের ভবনে ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজে উঠে এসেছে। আটকের পর তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের নিকট দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে