এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং মাধ্যমিক-২ শাখার অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা করেছেন আন্দোলনরতদের প্রতিনিধি দল। এ সময় নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে বদলি চালুর বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয়।
বদলি চালুর বিষয়েএ বিষয়ে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, ‘আমরা সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমানের সঙ্গে দেখা করেছি। তারা এমপিও নীতিমালা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
সংগঠনটির সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, ‘বদলি সফটওয়্যার তৈরির কাজ দ্রুত শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাউশিতেও গিয়েছিলাম। আগামীকাল মঙ্গলবার মাউশিতে বদলি সংক্রান্ত সভা রয়েছে। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি।’
এর আগে সোমবার সকাল ১০টা থেকে এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম চালুর দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সচিবালয়ে আলোচনা শেষে স্মারকলিপি জমা দেন তারা।