বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ০৪:৫২:৩৮

ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, পিএসএল ম্যাচ অনিশ্চিত!

ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, পিএসএল ম্যাচ অনিশ্চিত!

স্পোর্টস ডেস্ক : পাহালগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। এই প্রেক্ষাপটে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়েছে বলে জানা গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ। 

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খানও এ হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন টুইট করে। তিনি বলেন, 'রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।'

এই ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রোনটি নষ্টের ফলে স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনটায় জানায় পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। 

এই ঘটনার জেরে আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ২০২৫ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আশেপাশের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 

এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইংল্যান্ডের পিএসএল অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জরুরি বৈঠক করে খেলোয়াড়দের নিরাপত্তা পর্যালোচনা করেছে। বেশিরভাগ খেলোয়াড় পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিলেও, কয়েকজন দেশে ফেরার চিন্তা করছেন।

এছাড়া বৃহস্পতিবার সকালে পাকিস্তানের লাহোর এবং করাচিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লাহোরের ওয়ালটন রোডে পরপর তিনটি বিস্ফোরণ শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। করাচির মালির শারাফি গোথ এলাকাতেও বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

বর্তমানে লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে এই উত্তেজনার প্রেক্ষিতে অঞ্চলজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে