এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ে এমন কিছু না করতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার (৫ মে) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে উপদেষ্টা এ আহ্বান জানান। পাশাপাশি সমাধান খুঁজে বের করার জন্য তিনি সংলাপের ওপরেও গুরুত্ব দেন।
মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ফোনালাপের বিষয়ে জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ে এমন কিছু যেন না ঘটে সে আহ্বান জানিয়েছি। পাশাপাশি দেশটিকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতেও অনুরোধ করেছি।
এ সময় ভারতকে বার্তাটি জানানো হবে কি না জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ বলেন, ভারত যদি আমার কাছ থেকে কিছু জানতে চায়, তাহলে আমি দিল্লিকেও ঠিক একই কথা বলব।
তিনি আরও জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহ এবং এ বিষয়ে ইসলামাবাদের গৃহীত পদক্ষেপ বিষয়ে জানাতে ফোন করেছিলেন। তবে তিনি কোনো সমর্থন বা কোনো বিশেষ প্রতিক্রিয়া চাননি বলেও জানান উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, আমি কেবল বলেছি- যে শান্তি বজায় রাখা দরকার এবং উত্তেজনা কমাতে পদক্ষেপ নেয়া উচিত।
এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য উভয়পক্ষই পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা।