রবিবার, ১১ মে, ২০২৫, ১০:৪২:১৩

যে খবরে বাংলাদেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল

যে খবরে বাংলাদেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল

এমটিনিউজ২৪ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের খবরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা। 

শনিবার রাতে ও রোববার শোকরানা মিছিল করে জামায়াত ইসলামী ও ছাত্রশিবির। এছাড়া পথসভা, সমাবেশসহ নানা কর্মসূচি করেছে এনসিপি ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো। 

এ সময় তারা স্লোগান দেন, ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’। 

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান: জাবিতে বটতলা এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রথমে মিষ্টি বিতরণ করেন। পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিল শেষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। 

মৌলভীবাজারের কমলগঞ্জে বিজয় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর। উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আবু তালেব, পৌর বণিক সমিতির সহসভাপতি মামুনুর রশিদ মামুন, ছাত্র শিবিরের থানা সভাপতি ওয়াসিম আহমেদ, পৌর জামায়াতের আমির মো. আব্দুল হাই ও জামায়াত নেতা নাজমুল হাসান মিঠু। 

বড়াইগ্রামে পৌর জামায়াতের নায়েবে আমির কৃষিবিদ মকবুল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল, জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আইয়ুব আলী, মাঝগাঁও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। 

পাবনায় পৃথক মিছিলে নেতৃত্ব দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ। 

দাউদকান্দিতে মিছিলে অংশ নেন দাউদকান্দি পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি সাংবাদিক তৌফিক রুবেল, উপজেলা যুবদল নেতা রোমান মিয়াজী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী রনি, পৌর ছাত্রদলের সহসভাপতি, আবু সাঈদ, উপজেলা শিবির নেতা আবু সাঈদ ইমাম। 

জয়পুরহাটে মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন- ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মিল্লাত জিম, মূখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ প্রমুখ। 

মহাদেবপুরে মিছিলে মিষ্টি বিতরণ করেন ছাত্র প্রতিনিধি মো. আমিনুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, মো. বেলাল হোসেন প্রমুখ। 
বরিশালে আনন্দ মিছিল শেষে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্র-জনতা। 

গোবিপ্রবি মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বেলাল হোসেন আরিয়ান ও সদস্য সচিব ওমর শরীফ সরকার। 

চট্টগ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে ছাত্র-জনতা। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ।

পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জামায়াতে ইসলামী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশন। বক্তব্য দেন পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। 

নাটোরে শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী প্রমুখ। 

টাঙ্গাইলে জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদের নেতৃত্বে শোকরানা মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মো. হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হুসনি মাবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ মোস্তাজ আলী, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে