এমটিনিউজ২৪ ডেস্ক : আজকের ভিডিওতে আমি আশংকা করেছি হাসিনা জরুরী অবস্থা জারি করবে। গেল বছরের ৩ আগস্ট এর পোস্ট নতুন করে জনগণকে স্মরণ করিয়ে দিলেন পিনাকী ভট্টাচার্য।
আজ বুধবার (১৪ মে) নিজের ভেরিয়ায়েড ফেসবুক পোস্টে ৩ আগস্ট এর পোস্ট পুনরায় শেয়ার করলেন পিনাকী। শেয়ার দেওয়া পোস্টের ক্যাপশনে পিনাকী বলেন, তিন আগষ্ট তারিখে আমি কী বলেছিলাম।
শেয়ার দেওয়া পোস্টে পিনাকী সেসময় জানান, আজকের ভিডিওতে আমি আশংকা করেছি হাসিনা জরুরী অবস্থা জারি করবে। সে ইন্টারনেট আবার বন্ধ করে দিয়ে ব্রুটাল ক্রাক ডাউনের পরিকল্পনা করবে। আর কোন বার্তা দেয়া যাবে কিনা জানিনা। আপনাদের জানায়ে রাখি। কার্ফু ভাঙ্গছেন, জরুরি অবস্থা কিছু না। আমি জানি আপনারা ভাঙ্গবেন। লক্ষ্য রাখবেন গনভবন দখলের।
সে সময়ের পোস্টে পিনাকী আরো জানিয়েছিলেন, আপনারা মনে রাখবেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশী আপনাদের প্রত্যেক মুহুর্তের লড়াইয়ের সাথী হয়ে থাকবো। আমরা সারা দুনিয়ার রাজপথ কাপায়ে দিবো হাসিনার শাসনকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়ার জন্য।
আমরা হাসিনা আর তার দলবলকে আন্তর্জাতিক আদালতে তুলবো বিচারের জন্য। আমরা কেউ এক পয়সা রেমিট্যান্স পাঠাবো না। আমাদের ভার্চুয়াল যোদ্ধারা হাসিনার ভার্চুয়াল এসেটগুলোকে জয় বাংলা করে দেবে। হাসিনার শাসনের যেকোন বেনিফিসিয়ারিকে আমরা বিদেশের মাটিতে প্রতিরোধ করবো।
আমরা হারবো না। আমরা চুড়ান্ত লড়াইয়ের জন্য তৈরি। ইস্পাতকঠিন দৃঢ়তা, সাহস আর মনোবল নিয়ে ফ্যাসিস্ট রক্তপিপাসুর মোকাবেলা করার তৌফিক যেন সৃষ্টিকর্তা আপনাদের দেন।
শত শত শহীদের রক্তের শপথ এই ফ্যাসিস্টকে না হঠিয়ে আমরা ঘরে ফিরবো না। সৃষ্টিকর্তা আমাদের এই আত্মত্যাগ আর লড়াইকে যেন কবুল করেন।
ইনকিলাব জিন্দাবাদ।