এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। মাছের রাজাও বলা হয় ইলিশকে। চাঁদপুরের ইলিশ বেশ সুস্বাদু এবং গুণগত মানের জন্য পরিচিত লাভ করছে। এ কারণে চাঁদপুরকে "ইলিশের বাড়ি" হিসেবেও ডাকা হয়। কারণ এখানে ইলিশের প্রজনন এবং উৎপাদনে ব্যাপকতাও রয়েছে। মৎস্য বিজ্ঞানীরা চাঁদপুরের নদীর পানিতে বিশেষ খাদ্যকণা থাকে, যা ইলিশকে আরও সুস্বাদু করে তোলে মনে করেন।
ইলিশের সাথে চাঁদপুরের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। যা এ মাছের প্রতি মানুষের মনের মধ্যে একটি বিশেষ আবেগ তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে গড়ে উঠেছে ইলিশের ব্যাণিজিক কেন্দ্র।
এ জেলার বিভিন্নস্থানে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ইলিশ বিক্রি করা হয়। তবে অনলাইনে ইলিশ বিক্রির নামে এক শ্রেণির অসাধু প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজ খুলে প্রতারণা করে আসছে। অনলাইনে ইলিশ বিক্রির নামে গ্রাহকের অর্থ হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
খোজঁ নিয়ে জানা গেছে, ভুয়া ফেসবুক পেজ খুলে চাঁদপুরের বড় বড় ও তাজা ইলিশের ছবি কিংবা ভিডিও তৈরি করে ফাঁদ পেতে চক্রের সদস্যরা। বিভিন্নভাবে মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। টাকা পাঠিয়ে দিলেও শেষ পর্যন্ত ইলিশ পাচ্ছেন না ক্রেতারা। টাকা-পয়সা নিয়ে এক সময় মোবাইল নম্বর বন্ধ করে দেয় এ চক্র। পরে বার বার যোগাযোগ করেও সাড়া না পেলে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছে অনেকেই।
ইলিশের ভোক্তা ও ব্যবসায়ীরা জানান, চাঁদপুরের বৈধ কিছু অনলাইন ইলিশ বিক্রেতার লোগো, পুরনো ভিডিও যুক্ত করে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা করেই যাচ্ছে চক্রের সদস্যরা। তাদের ফাঁদ থেকে বাদ পড়ছেন না চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। এসব প্রতারকদের তৎপরতার বিষয়টি এখন আর গোপন নেই। জেলা প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবারই জানা। এরপরও ধরা পড়ছে না কেউ। প্রশাসন কঠোর হলেও এসব প্রতারক ধরা ছোয়ায় বাইরে থাকছে। তবে প্রতারণা থেকে মুক্তির জন্য চাঁদপুর মৎস্য বণিক সমিতি ও প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়েছে।
কয়েকদিন আগে এমনই প্রতারণার শিকার রাজধানী ঢাকার এক চাকরিজীবী কামাল হোসেন। তিনি একটি এনজিওতে চাকরি করেন। ঢাকাতেই থাকেন। চাঁদপুরের ইলিশের স্বাদ নিতে অনলাইনে “ইলিশের রাজ্য চাঁদপুর” নামে একটি ফেসবুক পেজের সাথে যোগাযোগ করেন। তিনি ইলিশ কেনার জন্য এই প্রতারক চক্রকে ১২ হাজার ৩০০ টাকা দেন। কিন্তু চক্রটি ইলিশ তো দূরের কথা, উল্টো কামাল নামে এই ব্যক্তির ফেসবুক আইডি তারা ব্লক করে দিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন বলেন, আমি গত কয়েক দিন আগে ফেসবুকে ইলিশের রাজ্য চাঁদপুর নামে একটি ফেসবুক পেজ দেখতে পাই। ওই পেজে চাঁদপুরের বড় বড় ও তাজা ইলিশ ও ডিমের ছবি, ভিডিও, যোগাযোগের নম্বর ও ঠিকানা দেওয়া আছে। তাই আমি ওই পেজে দেওয়া মোবাইল নম্বরে ০১৮৮২১১১১৪২ যোগাযোগ করি। তাদের দেওয়া নম্বরে মোট তিন ধাপে ১২ হাজার ৩০০ টাকা পাঠাই। টাকা দেওয়ার পর ওই ব্যক্তি আমার সঙ্গে নানা বাহানা দেখিয়ে প্রতারণা করে। আমার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ওই পেজ থেকে ব্লক করে দেয়। এ বিষয়ে আইনী প্রদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভাবছি।
নরসিংদীর পলাশ উপজেলার নাম প্রকাশের অনিচ্ছুক এক সংবাদকর্মী ও শিক্ষক জানান, ১০-১২ দিন ধরেই অনলাইনে ডিসকাউন্টের (মূল্যছাড়) অফার দেখিয়ে প্রতারক চক্রের একজন তার কাছ থেকে হাতিয়ে নেয় এক লাখ ৩০ হাজার টাকা। ইলিশ আনতে গিয়ে দেখেন, ওই পরিবহনের অস্তিত্বই নেই। প্রতারক যে পরিবহনের মোবাইল নম্বর ব্যবহার করেছে, সেটিও হ্যাক করা হয়েছে এবং সেই ব্যক্তিও প্রতারিত হয়েছেন।
তিনি আরও জানান, প্রতারক তার জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, বাবার নামসহ সব তথ্য হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পাঠিয়েছে তরতাজা বড় বড় ইলিশ মাছের ভিডিও, ব্যবসার ট্রেড লাইসেন্স। অফার দিয়েছে দুই কেজি ওজনের ইলিশ মাত্র ৬০০ টাকা কেজি। অথচ এই দামে ১৫ বছর আগেও ইলিশ বিক্রি হয়েছে কিনা মনে করতে পারেন না জেলা শহরের মানুষ। আর এই ওজনের ইলিশ ভরা মৌসুমেও (আগস্ট-অক্টোবর) জেলের জালে ধরা পড়ে না।
চাঁদপুরের তালিকাভুক্ত অনলাইন চাঁদপুর ফিস নামে প্রতিষ্ঠানের ব্যবসায়ী মাসুদ রানা বলেন, আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইলিশ বিক্রি করি। আমাদের এখানে অনলাইনে ৪১টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এছাড়াও জেলার বিভিন্নস্থানে অনেকে অনলাইনে ইলিশ বিক্রি করা হচ্ছে। তবে একটা প্রতারক চক্র অনলাইনে দেখায়, মাছের দাম অনেক কমে গেছে। তারা মানুষের কাছ থেকে মাছের টাকা নেয়। কিন্তু মাছ দেয় না। আমি অনুরোধ করবো আপনাদের হাতে ইলিশ পৌঁছানোর আগে টাকা দেবেন না।
আরেক প্রতিষ্ঠান চাঁদপুরের মেসার্স আলম ট্রেডার্সের মালিক নুরুল আমিন বলেন, অভিনব কায়দায় ভুয়া পেজ ব্যবহার করে ইলিশ বিক্রির প্রতারণা করছে প্রতারকরা। এসব আমাদের কানে আসছে, আমরা নিজেরাও দেখছি। কিন্তু এসব ভুয়া। এসব প্রতারণা করছে দেশের অন্য জেলায় বসে এক শ্রেণির প্রতারক।
প্রতারকদের ইলিশের রাজ্য চাঁদপুর নামে ওই ফেসবুক পেজের মোবাইল ও হোয়াটসঅ্যাপে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত আলী বলেন, আমাদের কাছেও প্রতারণার সংবাদ আসে। বিষয়টি উদ্বেগজনক। এতে চাঁদপুরের বদনাম হচ্ছে। ‘এই ক্ষেত্রে আমি শুধু প্রতারকদেরই দোষ দেব না, যারা কন্ট্রাক (যোগাযোগ) করছেন তাদেরও দোষ, এতোগুলো টাকা ফোনে বা অন্য কোনো উপায়ে পাঠিয়ে দিচ্ছেন, টাকা দেওয়ার আগে অন্তত চাঁদপুর মাছঘাটে একটু খোঁজ-খবরা নেওয়া উচিত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, প্রায় অনলাইনে ইলিশ মাছ বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগ আসছে। অনলাইনে বিশেষ করে ফেসবুক ঘাটতে গিয়ে প্রতারণার বিষয়টি তাদেরও নজরে এসেছে। এ ক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই। ভোক্তা সাধারণের উচিত বাজার দর যাচাই-বাছাই করে ইলিশ মাছ ক্রয় করা।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, অনলাইনে যেসব ফেসবুক পেজ জেলা মৎস্য বণিক সমিতির সদস্যদের, সেগুলোর তালিকা করে নাম প্রকাশ করা হয়েছে। তালিকা বহির্ভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ ক্রয়ের বিষয়ে প্রতারণা হতে সতর্ক থাকতে হবে। কেউ প্রতারিত হলে আপনার নিকটস্থ থানায় অভিযোগ করতে পারেন। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, আমাদের কাছেও অভিযোগ আসে। প্রতারণা যারা করছে, তারা চাঁদপুরের বাইরের লোক হতে পারে। কারণ এখানে তালিকাভুক্ত যারা রয়েছেন, আমরা যতটুকু জানি তারা এটি করছেন না। কেউ করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।