বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ০৪:১৬:২৯

সাবেক সংসদ সদস্য ধনু গ্রেফতার

সাবেক সংসদ সদস্য ধনু গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউ বাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অং নেওয়া মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর আসামি। এছাড়াও তার নামে আরও চারটি মামলা রয়েছে।

এদিকে রাজনৈতিক পট-পরিবর্তনের পর গত বছরের আগস্টে কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৭ এপ্রিল কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে চার কোটি সাত লাখ ৩১ হাজার ৩১৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তার নামীয় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পায় দুদক।

অন্যদিকে কাজিম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার নামে ৯ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করে দুদক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে