এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির বৃত্তি, শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক উপবৃত্তি এবং মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি বা সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ মের মধ্যে শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি বা সংশোধন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির বৃত্তি, শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক উপবৃত্তি এবং মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্যাদি এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি বা সংশোধন করার সময়সীমা আগামী ২২ মে পর্যন্ত বর্ধিত করা হলো।
এই সময়সীমার মধ্যে সব ধরনের বৃত্তি ও ২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যসংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণপূর্বক এমআইএস সফটওয়্যারে এন্ট্রি বা সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়সীমা পরবর্তী সময়ে আর বাড়ানো হবে না বলেও নির্দেশনায় জানানো হয়।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বৃত্তি (পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স) ও বিভিন্ন ধরনের উপবৃত্তিপ্রাপ্ত (তফসিলি, শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক, গার্হস্থ্য অর্থনীতি ও চারুকলা) শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি বা সংশোধন করা হবে।