শুক্রবার, ২৩ মে, ২০২৫, ০৭:০১:২১

বিজ্ঞানের জগতে দেশের মুখ উজ্জ্বল করবে বাংলাদেশের শিক্ষার্থীরা: ডা. জুবাইদা রহমান

বিজ্ঞানের জগতে দেশের মুখ উজ্জ্বল করবে বাংলাদেশের শিক্ষার্থীরা: ডা. জুবাইদা রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৩ মে) দুপুরে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে ‘ভার্চুয়াল মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এমন আশাবাদ ব্যক্ত করেন।

জুবাইদা রহমান বলেন, বিজ্ঞানের প্রতি তোমাদের যে মর্মত্ববোধ আমরা দেখতে পারছি— ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে।

প্রত্যাশা প্রকাশ করে তিনি আরও বলেন, তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও। বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে