শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৫৬:৫৮

শতাধিক গরু ভেসে গেছে জোয়ারের পানিতে!

শতাধিক গরু ভেসে গেছে জোয়ারের পানিতে!

এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় খালের পানিতে জোয়ারের তোড়ে ভেসে গেছে শতাধিক গরু। স্থানীয়দের পালিত এসব গরুর মৃতদেহ একের পর এক ভেসে উঠছে।

জানা গেছে, উপজেলার ভাটি বলাকী গ্রামসংলগ্ন খালে শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে গরুর মালিকদের সোয়া এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী শ্যামল খান বলেন, গ্রাম ও চরের মধ্যে ছোট খাল রয়েছে। খাল পাড়ি দিয়ে চরে গিয়ে ঘাস খেয়ে প্রতিদিন বিকেলে গরুগুলো আবার গোয়ালে ফিরে আসে। 

আজ শুক্রবার বিকেলে খাল পার হওয়ার সময় হঠাৎ জোয়ারের পানির তোড়ে ও কচুরিপানার চাপে শতাধিক গরু ভেসে যায়। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪১টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ৬০টি গরু।

হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, ‘বিষয়টির খবর পেয়েছি। স্থানীয় ইউপি সদস্যকে এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে