শনিবার, ২৪ মে, ২০২৫, ০৯:৪৩:১৪

৩ জনের পদত্যাগের বিষয়ে লিখিতভাবে জানিয়েছে বিএনপি

৩ জনের পদত্যাগের বিষয়ে লিখিতভাবে জানিয়েছে বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি তিন উপদেষ্টার পদত্যাগ চেয়ে লিখিতভাবে নিজেদের অবস্থান জানিয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি। আগেও বলেছি—নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। তাদেরকে বাদ দেওয়ার দাবি আজও লিখিতভাবে জানিয়েছি।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা জানান, “উনি স্পেসিফিক কিছু জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি।”

তারা আরও বলেন, বৈঠকে মূলত সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ে আলোচনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে