রবিবার, ২৫ মে, ২০২৫, ০১:৩২:১৭

কান্না ভেজা কণ্ঠের ইমামতিতে সম্পন্ন হলো কোরআনের হাফেজ শহীদ হাসানের জানাজা

কান্না ভেজা কণ্ঠের ইমামতিতে সম্পন্ন হলো কোরআনের হাফেজ শহীদ হাসানের জানাজা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের ইমামতিতে সম্পন্ন হলো কোরআনের হাফেজ শহীদ হাসানের জানাজা। এ সময় জানাজার নামাজের ভিতরেই কান্নায় ভেঙে পড়েন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা। জানাজায় আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ। 

এর আগে সাদিক তার এক ফেসবুক স্ট্যাটাসে শুক্রুবার জানান, শনিবার (২৪ মে) রাত ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরীক হবার উদাত্ত আহবান জানান তিনি। 

উল্লেখ্য যে, গত বছরে জুলাই অভ্যুত্থান আন্দোলনে মারাত্মকভাবে আহত লক্ষ্মীপুরের রামগতির গাজী মো. হাসান (১৯) এর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার সময় থাইল্যাল্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে