বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ০৪:০৩:৫২

হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখে হৃদরোগে বাবার মৃত্যু

হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখে হৃদরোগে বাবার মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : ফেনীতে ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদের হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা আলী আকবর মারা গেছেন। বুধবার রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরে পুলিশ আটককৃত ছাত্রলীগ নেতাকে পরিবারের সদস্য ও স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়।

আলী হোসেন ফাহাদ (২০) ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে তার বাবা আলী আকবর ছেলেকে দেখতে ফেনী মডেল থানায় আসেন।

এ সময় ছেলের হাতে হাতকড়া পরানো দেখে তিনি হঠাৎ মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফাহাদকে আটক করা হয়েছিল। তবে তার বাবার আকস্মিক মৃত্যু ঘটায় মানবিক বিবেচনায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে তাকে আত্মীয়-স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে