বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:১৬:২৩

চীনে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছে জামায়াতে ইসলামীর আমির

চীনে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছে জামায়াতে ইসলামীর আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : চীনে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দলের নেতাকর্মীরা।

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরে বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।’
 
তিনি আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উন্নয়নের দিকগুলো কীভাবে হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে কী করতে পারে সেগুলোও বোঝার চেষ্টা করেছি।’

এর আগে ১০ জুলাই রাতে প্রতিনিধি দল নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ওই রাতে ঢাকায় চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দলের শীর্ষ নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই প্রতিনিধি দলকে বিদায় জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে