বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ০১:১৮:৫১

দুই ভাইয়ের মৃত্যু বোনের পর, আশঙ্কাজনক বাবা-মায়ের অবস্থাও

দুই ভাইয়ের মৃত্যু বোনের পর, আশঙ্কাজনক বাবা-মায়ের অবস্থাও

এমটিনিউজ২৪ ডেস্ক : পুরান ঢাকার সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই- রোকন (১৪) ও তামিম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায় তামিম। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন ও সোমবার রাতে মারা যায় তাদের দেড় বছরের বোন আয়েশা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রোকনের মৃত্যু হয়, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে তামিমের মৃত্যু হয়, তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।

বর্তমানে তাদের বাবা রিপন ৬০ শতাংশ ও মা চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তাদের শ্বাসনালিও দগ্ধ এবং অবস্থা আশংকাজনক।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়শা (১.৫)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে