বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ০১:২৩:৫৭

বড় সুখবর ইন্টারনেটের দাম ও গতি নিয়ে

বড় সুখবর ইন্টারনেটের দাম ও গতি নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সামিটে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও কাজ করছে সরকার। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা আইন বা পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় এআই পলিসি ও ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, যুগোপযোগী করা হচ্ছে টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও। এ ছাড়া পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে। ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।

তিনি বলেন, সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতেও সরকার কাজ করছে। আশা করি, পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে