শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩:৫৪

৫ থেকে ১০ টাকা কমেছে প্রায় সব সবজির দাম

৫ থেকে ১০ টাকা কমেছে প্রায় সব সবজির দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। প্রায় সব সবজির দামই সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, পটল, ঢেঁড়শ, কাকরোল, করলার প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 তবে দাম বেড়েছে কাঁচামরিচ ও শসার। সপ্তাহ ব্যবধানে ৪০ থেকে ৬০ টাকা বেড়ে কাচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।

দাম কমেছে মুরগীরও। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগীর দাম।
 
এদিকে, দাম অপরিবর্তিত রয়েছে ইলিশ মাছের। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০ টাকায়।
 
আজকের বাজারদর

মসুর ডাল (চিকন)- ১৬০/-
ডাল (মোটা)- ১০০/-
কাচামরিচ- ১৬০/-
টমোটো- ১০০/-
আলু- ২৫/-
পটল- ৫০/-
শসা- ৮০/-
পেঁপে-৩০/-
করলা-৫০/-
ঢেঁড়শ- ৬০/-
কাকরোল-৫০/-
গাজর-১০০/-
ডিমের দাম (ডজন প্রতি)- ১৪০ (লাল) (১০টাকা বেড়েছে), ১২৫ (সাদা) (৫ টাকা বেড়েছে)।
ব্রয়লার মুরগি-১৭০ (১০ টাকা কমেছে)
সোনালি মুরগি- ২৮০ (১০ টাকা কমেছে)
ইলিশ মাছের দাম- (১ কেজি) ২১০০-২২০০, (৮০০ গ্রাম) ১৮০০ (দাম অপরিবর্তিত)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে