এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদল। নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে আজ বুধবার বিকেলে শাহরাস্তি গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে শাহরাস্তি উপজেলার সন্তান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিজ মাতৃভূমি শাহরাস্তিতে আগমন উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।