রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩৮:২৩

কেজিতে ১২০ টাকা কমলো কাঁচামরিচ

কেজিতে ১২০ টাকা কমলো কাঁচামরিচ

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে কমতে শুরু করেছে দাম।

হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজিপ্রতি ১৩০ টাকা কমে বর্তমানে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা গত দুই দিন আগেও ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আমদানি করা এসব কাঁচামরিচ আসছে ভারতের মধুপুর, বেল ডাঙ্গা, বিহারসহ বিভিন্ন প্রদেশ থেকে। এসব মরিচ সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট ও রংপুরসহ বিভিন্ন হাটবাজারে।

রবিবার (৫ অক্টোবর) বিকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকাম ঘুরে জানা যায়, ভারত থেকে আমদানির ফলে কমতে শুরু করেছে দাম- বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, দুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার ভারতীয় ১১ ট্রাকে ১১০ মেট্রিক টন কাঁচামরিচ এবং রোববার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভারতীয় ৩ ট্রাকে ২৫ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। কাঁচামরিচ পচনশীল পণ্য হওয়ার কারণে সব প্রক্রিয়া দ্রুত শেষ করে দেশের বাজারে সরবরাহ করার জন্য ব্যবসায়ীদের সহযোগিতা করে যাচ্ছে হিলি কাস্টমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে