শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৫:৩৬

এবার সর্বোচ্চ-সর্বনিম্ন যত টাকা বেতনের প্রস্তাবনা

এবার সর্বোচ্চ-সর্বনিম্ন যত টাকা বেতনের প্রস্তাবনা

এমটিনিউজ২৪ ডেস্ক : বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। তারা চাকরিজীবিদের গ্রেড কমিয়ে ১২টি এবং ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি করেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির নেতারা। এ সময় তারা মোট ২১টি প্রস্তাবনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। তিনি বলেন, পে কমিশনের কাছে আমাদের দাবি, দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ, ৬ সদস্য পরিবারের জীবন যাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কেল প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের নিকট আমরা ২১টি প্রস্তাবনা উপস্থাপন করছি।

তাদের দাবিগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো ৯ম পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার করা।

এ ছাড়া শিক্ষা, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও রেশন পদ্ধতি চালি করা।
সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করার প্রস্তাব দিয়েছেন তারা। ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে