বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:১৮:০৪

এনসিপির সাথে জোট গঠন নিয়ে যা বললেন রাশেদ খাঁন

এনসিপির সাথে জোট গঠন নিয়ে যা বললেন রাশেদ খাঁন

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে গণঅধিকার পরিষদের জোট গঠন নিয়ে রাজনীতিতে ব্যাপক আলোচনা হচ্ছে। সেই আলোচনা ঘিরে এবার মুখ খুললেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

বুধবার দুপুরে জোট গঠন নিয়ে ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, এনসিপির নেতৃত্ব গণঅধিকার পরিষদ জোট করবে সংবাদটি শতভাগ মিথ্যা।

তিনি আরও লেখেন, তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে; কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লেখেন, কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে।

পরিশেষে তিনি লেখেন, রাজনীতি কোনো পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভাঙলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে