এমটিনিউজ২৪ ডেস্ক : আমজনতার দলের নিবন্ধনের দাবিতে অনশনরত দলের প্রতিষ্ঠাতা তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে গিয়ে তিনি তারেকের প্রতি সংহতি জানান।
এ সময় রিজভী বলেন, “তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। অথচ আমি দেখেছি কিছু গুরুত্বহীন দলও নিবন্ধন পেয়েছে। কিন্তু তারেকের দলকে কেন নিবন্ধন দেওয়া হলো, তা আমার বোধগম্য নয়। তিনি দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।”
তিনি আরও বলেন, “তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আইনসম্মতভাবে আবেদন করেছেন। তিনি কোনো গোপন রাজনীতি করতে চাননি। তিনি স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। আজ যদি তার দলের নিবন্ধন না দেন, তবে কাদের নিবন্ধন দেবেন?”
তারেক রহমানের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, “তারেক যে রাজনৈতিক দল গঠন করেছেন, তার নিবন্ধন তিনি প্রাপ্য। এই ন্যায়সঙ্গত দাবিতে তিনি যে অনশন করছেন, তার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জানাচ্ছি।”