এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এ জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিশোধ পরায়ন দল নয়। আমরা ৫ আগস্ট রাতে বলেছিলাম, প্রতিশোধ নয়, সবাই দায়িত্ব নিয়ে সবার পাশে দাঁড়ান। এত নির্যাতনের পরও প্রত্যেকটি কর্মী মসজিদ মন্দির, বিভিন্ন উপাসনালয় পাহারা দিয়েছেন। আমরা যদি শুধু বলতাম প্রতিশোধ নেওয়া হোক, তাহলে ৫ আগস্ট রাতেই পুরো দেশটা বধ্যভূমি হয়ে যেত।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা আমাদের অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। জনগণও আমাদের কথা শুনে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু দুঃখজনক— অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো থেকে আমরা দায়িত্বশীলতার পরিচয় পাইনি। রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতি করতে হলে সবকিছু উজাড় করে দিয়ে রাজনীতি করুন। কিন্তু আমাদের দেশে তার উল্টোটা ঘটে। দেশের সব উজাড় করে নিয়ে নিজেদের পকেট ভরে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর আমান উল্লাহ কনভেশন হলে সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী দল একমাত্র মজলুম দল। গত সাড়ে ১৫ বছরে আমাদের দল নিষিদ্ধ করা হয়েছিল, প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, প্রতিটি অফিস দখল করা হয়েছিল। আমাদের খুন, গুম, জেল, জুলুম, অত্যাচার করা হয়েছিল। সবকিছু সিন্ডিকেটের দখলে ছিল। আর সিন্ডিকেট ছিল তাদের দখলে।
কোমলমতি শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে এই কঠিন সময় থেকে আমরা মুক্তি পেয়েছি। ৫ আগস্টের পর রাজনৈতিক দলের নেতারা হরিলুটে লিপ্ত হয়েছিল, আর আমাদের কর্মীরা দায়িত্ব নিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেছে। দেশের ৩৩২টি থানায় আমরা পাহারা বসিয়ে পুলিশকে হেফাজত করেছি। জুলুম, লুটপাট আমাদের আদর্শের সাথে যায় না।
তিনি বলেন, জনগণ যদি উপযুক্ত লোককে ভোট দিয়ে নির্বাচন করে তাহলেই জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের সবাইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সঠিক সিদ্ধান্তের উপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। দলমতের ঊর্ধ্বে উঠে যথাযথ ভূমিকা পালনে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর ফজলুর রহমান, কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য, সিলেট-৬ আসনে প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন।