এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের জায়গায় পরিণত হয়, তাহলে সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানব ও রাক্ষসে রূপ নেয়। তাদের দ্বারা জনগণের উপকার হতে পারে না।’
তিনি বলেন, দেশপ্রেমিক স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যখন বের করে দেয়া হয়, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন ‘আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গযব পড়বে। ম্যাডাম এখনো বেঁচে আছেন, জনগণ বেঁচে আছেন, আমরা গযব দেখছি।
রুহুল কবির রিজভী বলেন, ‘যারা বিরোধী দলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন- তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন এটি প্রমাণিত।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।