এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টার দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ রাইজিংবিডিকে জানান, বেলা ১১টা ১৪ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।