বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ১০:৩৬:৫৬

ফের উত্তাল হয়ে উঠছে রাজপথ, চিন্তায় ১৬ কোটি মানুষ

ফের উত্তাল হয়ে উঠছে রাজপথ, চিন্তায় ১৬ কোটি মানুষ

হাবিবুর রহমান ইরান, ঢাকা : দেশের রাজনীতির মাঠে হঠাৎ করেই যোগ হয়েছে ভিন্ন বাতাস। দেশের ষোল কোটি মানুষ তাকিয়ে আছে কেন্দ্রের দিকে।

ক্ষমতাসীন দলের বাইরে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নেত্রীর মুখের দিকে তাকিয়ে আছে নেতাকর্মীরা।

দলের শীর্ষ নেতাদের ফাঁসি হওয়ায় জামায়াতে ইসলামীর বিএনপি নির্ভরতা বাড়ছে আরও। অন্যদিকে আন্দোলনের জন্য জামায়াতকে পাশে চায় বিএনপি।

এ বছর রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষে বিএনপি। সদ্য সমাপ্ত বিদেশ সফরে তারেক রহমানের সাথে পরামর্শ করেই এ বছরে দলকে চাঙ্গা করার কাজে হাত দেয় বিএনপি।

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ও সংগঠিত করার পরামর্শ পান তারেক রহমানের কাছ থেকে। সে হিসাবে হাঁটতে শুরু করে বিএনপি।

তারই প্রধান পদক্ষেপ হিসাবে মির্জা ফখরুল ইসলামকে মহাসচিব করে দলটি। মির্জা ফখরুলের নেতৃত্বে জেলা ও উপজেলায় গিয়ে গিয়ে দলকে সংগঠিত করার প্লান ছিল বিএনপির।

কিন্তু এখন কে করবেন এই কাজ? মির্জা ফখরুলের মত বিশ্বাসযোগ্য নেতাকে সহসাই খুঁজে পাচ্ছেন না বেগম জিয়া।

প্রাথমিক ছকে ধাক্কা খেয়েছে বিএনপি। অন্যদিকে বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানা দলটিকে ফেলে আরেক যন্ত্রণায়।

দলকে সংগঠিত করার চেষ্টা রুপ নেয় ভিন্ন দিকে। মির্জা ফখরুলের গ্রেফতার ও বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ জানানোর আন্দোলনে নামে দলটির সক্রিয় নেতাকর্মীরা।

অন্যদিকে টেনে তোলা যাচ্ছে না দলটির অনেক নেতৃবিন্দকেই! বেগম খালেদা জিয়া শিগগিরই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

এর আগে ফের উত্তাল দেশের রাজনীতির মাঠ। দেশের রাজনীতিক অবস্থার উপর ভিন্ন কোনো রেখাপাত আসতে যাচ্ছে কিনা না এটা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার উপর।

ধারনা করা যায় হার্ডলাইনে যাবে না বিএনপি। তবে আসবে কর্মসূচি। তবে সেটা যাইহোক ফের উত্তাল হচ্ছে দেশের রাজনীতির মাঠ।

কেননা সঙ্গত কারণে গ্রেফতারি পরোয়ানায় থাকা খালেদা জিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করার কথা আইনশৃঙ্খলা বাহিনীর।

বিএনপির গুলশান কার্যালয় ঘিরে এর আগে যেমন চিত্র দেখা গেছে আশঙ্কা যেন বাড়ছে সে চিত্রের। হয় খালোদা গ্রেফতার হবেন।

নয় বালুর ট্রাকের মত দৃশ্য আসবে। আর তা না হলে মাঠ গরম করবে ২০ দলীয় জোট। (লেখক : সাংবাদিক)
৩১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
     

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে