ঢাকা : বিএনপির মহাসচিবের দায়িত্ব পেয়েই দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রাজনৈতিক সঙ্কট উত্তরণে সরকারের প্রতি দ্রুত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, নির্যাতন-নিপীড়ন বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মধ্যদিয়ে দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, সবার অংশগ্রহণের মধ্যদিয়ে হবে, সবার কাছে যেটা গ্রহণযোগ্য হবে।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে তার অবসান করে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এসময় মির্জা ফখরুল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করেন।
সকাল সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে আসার পর দলের নেতাকর্মীরা মহাসচিবকে ফুল দিয়ে বরণ করেন। পরে মির্জা ফখরুলকে তার চেম্বারে নেতাকর্মী ও অফিস কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আলাদাভাবে অভিনন্দন জানানো হয়।
৩১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম