ঢাকা : প্রথম ও দ্বিতীয় ধাপ দেখলো বিএনপি। সামনে তৃতীয় ধাপ। এ ধাপেও যদি ভোট সুষ্ঠু না হয় পরবর্তী তিন ধাপে ভোটে না থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। সুষ্ঠু করা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের অসহায়ত্বের কথাও তুলে ধরেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ভোট শেষে নানা অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে আধা ঘণ্টার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
শাহজাহান বলেন, নির্বাচন কমিশন খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গাইছেন। সিইসির ক্ষমতা যথাযথ প্রয়োগ করতে পারছেন না। সিইসি মুখে না বললেও তার অবয়বে অসহায়ত্ব ফুটে উঠেছে।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী, এজেন্ট, দলীয় নেতাকর্মী, আইন শৃঙ্খলাবাহিনী, স্থানীয় প্রশাসন একাট্টা হয়ে কেন্দ্র দখলের উৎসবে মেতেছে। এটা যেন কোনো নির্বাচন নয়, সন্ত্রাসীদের মহোৎসব। ভোটারবিহীন কেন্দ্র দখলের মহড়াম, যা নিয়ে ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ইউপি ভোটের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও এসময় উল্লেখ করেন শাহজাহান।
তিনি বলেন, যে খেলা শেষ হওয়ার আগেই শেষ করে ফেলা হয়, ফল আগেই জানিয়ে দেয়া হচ্ছে। রক্ত ঝরছে মানুষের, ঘরে থাকতে পারছে না লোকজন- এমন নির্বাচন করে লাভ কি? গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বলতে কিছু নেই।
বাকি তিন ধাপ নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমরা দুই ধাপের পুনঃনির্বাচনের দাবি জানিয়েছি। কী ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায়। তৃতীয় ধাপেও যদি এরকম দখলের ভোট হয়, সুষ্ঠু ভোট আয়োজনে ব্যর্থ হয় ইসি, তবে পরবর্তী তিন ধাপে ভোটে থাকবো কি থাকবো না- সিদ্ধান্ত নিতে হবে আমাদের।
দ্বিতীয় দফায় বিএনপির দাবির বিষয়ে শাহজাহান বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের পুনঃভোট চাই। সিইসি জানিয়েছেন- পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু হবে। তিনি কি ব্যবস্থা নেন, দেখা যাক।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, বিএনপির সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।
৩১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম