ঢাকা : আজ রাত ১২টার পর থেকে পাবেন কম দামে জ্বালানি তেল। ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এ দাম নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসানুল জব্বার বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ফার্নেস অয়েলের নতুন মূল্য কার্যকর হবে।
বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। শিল্পকারখানা, জাহাজে এ জ্বালানি তেল ব্যবহার করা হয়।
সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে ফার্নেস অয়েলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি করা হলো।
পর্যায়ক্রমে অন্য জ্বালানি তেলের দামও পুনর্নির্ধারণ করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
এর আগে সোমবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ তথ্য জানিয়েছিলেন। ফার্নেস তেলের দাম এক সপ্তাহের মধ্যে দাম কমানোর ঘোষণা দেয়া হবে।
তিনি বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯, পেট্রল ৯৬, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা।
৩১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম