রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০১:২৭:০৪

তনু হত্যা, ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

তনু হত্যা, ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রিটে হত্যাকারীদের গ্রেপ্তারের সরকারের ‘নিষ্ক্রিয়তাকে’ অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানোর পাশাপাশি ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এছাড়া রিটে তনু হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট সচিব, কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার, পুলিশের আইজিপি, কুমিল্লার পুলিশ সুপার, কোতয়ালী থানার ওসিসহ আটজনকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট করেন।  তিনি সাংবাদিকদের বলেন, তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য এ রিট করা হয়েছে। এতে বিচার বিভাগী তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তের জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ২০ মার্চ খুন হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সকালে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তার বাবা ইয়ার হোসেন ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। সে সুবাদে তনুরা অনেকদিন ধরেই সেনানিবাস এলাকায় বসবাস করছেন।

তনুকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে পুরো দেশ। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে।
০৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে