মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০১:৪৮

সময় তিন মাস : তারানা হালিম

সময় তিন মাস : তারানা হালিম

ঢাকা : ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, তিন মাসের মধ্যে সব মোবাইল গ্রাহকের সিমকার্ড নতুন করে নিবন্ধন করতে হবে।

 
মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
 
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এ বিষয়ে নির্দেশনা দিয়ে সোমবার বিটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে।  এতে তিন মাসের মধ্যে সব গ্রাহকের সঙ্গে ডিলার এবং সিমকার্ড বিক্রেতার নিবন্ধন করতে বলা হয়েছে।
 
এর আগে রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর এক বৈঠকে সিম নিবন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়।

তারানা হালিম বলেন, অনেকে আগে নিবন্ধন করেছেন।  কিন্তু সেসব নিবন্ধনের তথ্য যাচাই করা হয়নি।  তাই সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে।
 
তিনি বলেন, এ জন্য বিটিআরসিকে আগামী সাতদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।  নিবন্ধন কার্যক্রম পরিচালনার সময় মুঠোফোন অপারেটরদের বিজ্ঞাপনেও সিমকার্ড নিবন্ধন-সংক্রান্ত বার্তা প্রচারে বাধ্যতামূলক করা হবে।
৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে