নিউজ ডেস্ক : আবারো দাম কমলো সোনার। বুধবার থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত কমেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুযায়ী প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ২২৩ টাকায়। বর্তমানে এর মূল্য ৪৩ হাজার ২৭৩ টাকা। ৪১ হাজার ১৭৩ টাকার ২১ ক্যারেট সোনা ৪০ হাজার ১২৪ টাকা, ৩৪ হাজার ৫২৫ টাকার ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৩৩ হাজার ৪৭৫ টাকা দরে।
২৩ হাজার ৯৪ টাকার সনাতন পদ্ধতির সোনার ভরির মূল্য হবে ২২ হাজার ৫৬৯ টাকা। ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপা বিক্রি হবে ৯৯১ টাকার স্থলে ৯৩৩ টাকা দরে।
আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে সর্বশেষ গত ২৩ আগস্ট দেশের বাজারে সোনার দাম কমেছিল। একই কারণে ৬ আগস্ট সোনার দাম কমিয়েছিল জুয়েলার্স সমিতি।
৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম