স্পোর্টস ডেস্ক: পুরনো ইনজুরি থেকে সেরে উঠেছেন মুশফিক। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রথমবারের মতো উইকেট কিপিং অনুশীলন করেছেন মুশফিক। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কিপিং করতে মুশফিক পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু জানান, মুশফিক এখন ইনজুরি মুক্ত, আশা করি অস্ট্রেলিয়া সিজিজের কিপিং করতে পারবে। আঙ্গুলের চোটের কারণে দীর্ঘদিন উইকেটের পেছনে দাঁড়াননি বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে আঙ্গুলে ব্যথা পাবার পর মুশফিকের উইকেট কিপিং নিয়ে উঠে নানা প্রশ্ন। তাই ব্যাটিংয়ে নির্ভার রাখার জন্য হলেও, মুশফিকের কিপিং ছেড়ে দেয়া উচিত। এই নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মন্তব্য করেন।
এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে উইকেটের পেছনে দেখা যায়নি মুশফিককে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালস্যাল ছুটিতে থাকায়, জাতীয় দলের পারফর্যিমান্স অ্যানালিস্ট নাসির আহমেদের অধীনে প্রথম বারের মতো কিপিং অনুশীলন করেছেন মুশফিক।
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস