স্পোর্টস ডেস্ক : তথ্য প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোনো বিষয়ে তথ্য-উপাত্ত অথবা ভবিষ্যদ্বাণী জানতে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে চ্যাটজিপিটি। এই আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সের কাছে মানুষ নানা বিষয় জানতে চায়। চ্যাটজিপিটির কাছে জানতে চাওয়া হয়, আবার কবে ফিফা বিশ্বকাপ জিতবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চ্যাটজিপিটির উত্তরটা দেখে সকলেই অবাক হয়েছে।
বর্তমান সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের জন্য। তবে ভালো অবস্থানে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের টেবিলে শীর্ষে রয়েছে মেসির দল। তবে টেবিলের পাঁচে অবস্থান করছে ব্রাজিল। এমন সময় বিশ্বকাপ কবে জিতবে এই দুই দেশ এমন প্রশ্নের উত্তরে চ্যাটজিপিটি জানিয়েছেন, ২০৩০ সালে বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল। আর ২০৩৪ এর বিশ্বকাপ ঘরে তুলবে আর্জেন্টিনা।
তার মানে, ২০৩০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা জিতে হেক্সা পূরণ করবে ব্রাজিল। আর ২০২২ কাতার বিশ্বকাপের পর আবারও এশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা।
তবে ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দল? চ্যাটজিপিটি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিতবে ফ্রান্স। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে শেষবার শিরোপা জিতেছিল ফরাসিরা। এছাড়াও, ২০২২ কাতার বিশ্বকাপের রানার্স আপ দল তারা।
২০৩৮ এবং ২০৪২ বিশ্বকাপের আয়োজক কোন দেশ হবে তা এখনও জানা যায়নি। তবে চ্যাটজিপিটি জানিয়েছে, এর পরের দুই বিশ্বকাপও কাদের হাতে উঠবে। চ্যাটজিপিটি জানিয়েছেন, ১৯৬৬ সালের পর আবারও বিশ্বকাপ জিততে যাচ্ছে ইংল্যান্ড। আর ২০৪২ বিশ্বকাপ জিতবে ইউরোপের পরাশক্তি এবং চার বারের চ্যাম্পিয়ন জার্মানি।
তবে চ্যাটজিপিটির উত্তর কতটা বিশ্বাসযোগ্য, এমন প্রশ্ন থাকতেই পারে। ম্যাসিভ মাল্টিটাস্ক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের মতে, চ্যাটজিপিটি ৮৮ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে সঠিক তথ্য দিতে সক্ষম। আর খেলাধুলার ক্ষেত্রে চ্যাটজিপিটির অনুমান আরও ভালো। ওএলবিজি নামের এক প্রতিষ্ঠান দুটি ভিন্ন ভিন্ন এআই টুলস ব্যবহার করে ইংলিশ প্রিমিয়ার লিগের ফলাফল পর্যবেক্ষণ করেছিল। সেখানে ১১০ ম্যাচের মধ্যে ৬১ ম্যাচে সঠিক ফল অনুমান করে চ্যাটজিপিটি।