স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভপতি শাহরিয়র খান বলেছেন, ক্রিকেটের বল এখন ভারত সরকারের কোর্টে ৷ ভারতীয় বোর্ড আমাদের সঙ্গে ইন্দো- পাক সিরিজ নিয়ে যে চুক্তি সই করেছিল। আমরা চাইছি, সেই চুক্তি রক্ষা হোক৷
ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার আঁচ পড়েছে ক্রিকেটে। আগামী ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু সেটা হবে না বলেই ধরে নেয়া হচ্ছে। এ নিয়ে চিন্তিত পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে শোনা গিয়েছিল, ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলবে সেই আশ্বাস দিয়েই আইসিসি নির্বাচনে পাকিস্তানের ভোট পেয়েছিল ভারত। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ডের সচিবও জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো ক্রিকেট নয়।
আইসিসি’র ক্রীড়াসূচি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ছয়টি সিরিজ হওয়ার কথা৷ গত সপ্তাহেই পাকিস্তান বোর্ড ভারতীয় বোর্ডকে চিঠি দিয়ে ডিসেম্বরের সিরিজ খেলার জন্য আবেদন করেছে৷
গত মাসে ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর টুইট করেছিলেন, 'করাচিতে দাউদ৷ আরও জঙ্গি কার্যকলাপ চলছে৷ তোমরা কি আদৌ শান্তি নিয়ে সিরিয়াস? কী করে আশা করো আমরা তোমাদের সঙ্গে ক্রিকেট খেলব?' জবাবে শাহরিয়র এ দিন বলেছেন, 'দাউদ ইব্রাহিম নিয়ে আমরা নতুন কী বলব? আমাদের সরকার বহুবার বলে দিয়েছে, সে পাকিস্তানে নেই৷ সবাই জানে, ক্রিকেট দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো করা যায়।
৯ সেপ্টেমর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস