বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০২:১৮

কোহলি-শাস্ত্রীকে শানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি-শাস্ত্রীকে শানালেন সঞ্জয় মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক: এক টেস্টের জন্য ইশান্ত শর্মা সাসপেন্ড হওয়ার পর টিম ইন্ডিয়ার নতুন আগ্রাসন-দর্শন নিয়ে সংশয় প্রকাশ করে দলের অধিনায়ক বিরাট কোহলি এবং টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানালেন সঞ্জয় মাঞ্জরেকার।

একটি ক্রিকেট ওয়েবসাইটে নিজের কলামে ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার জানিয়েছেন, কোহলি-শাস্ত্রীর যুগলবন্দিতে তিনি শঙ্কিত। বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের পর থেকে মাঠে নিজেদের ব্যবহার নমনীয় করার চেষ্টা করেনি ভারতীয় দলের সদস্যরা। যার জেরে শ্রীলঙ্কার মতো টিমের সঙ্গে উটকো ঝামেলায় জড়াতে হয়েছে।’ মাঞ্জরেকার জানান, বর্তমান টিম ইন্ডিয়ার সদস্যরা এই ধরনের ব্যবহারকে ভুল বলে মনেই করে না।

ভারতীয় দল যাকে আগ্রাসন বলে ব্যাখ্যা করছে, সেই নিয়ে নিজের লেখায় সংশয় প্রকাশ করেন এই প্রাক্তনী। ইশান্ত শর্মার এক টেস্ট ম্যাচ সাসপেনশনকে টেনে এনে তিনি বলেন, ‘হতে পারে এটা আগ্রাসী ক্রিকেটের আধুনিক ব্র্যান্ড। তাই যদি হয়, তাহলে এটার কোনও ক্রিকেটীয় ব্যাখ্যা নেই। কারণ, এর জন্য দলের প্রধান বোলারকে খোয়াতে হল।’

আগ্রাসনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মাঞ্জরেকার। জানান, আগ্রাসন যদি ম্যাচ জেতার ক্ষেত্রে এতটাই জরুরি হয়, তাহলে তা থাকা সত্ত্বেও কেন অস্ট্রেলিয়াতে ভারত জিততে ব্যর্থ হয়েছিল?

উইকেট-পতনের পর ব্যাটসম্যানকে ইঙ্গিত করে ভারতীয় বোলারদের শরীরী ভাষার সমালোচনাও করেন এই প্রাক্তন ক্রিকেটার। বলেন, বোলার যদি আউট হওয়া ব্যাটসম্যানের উদ্দেশ্যে কিছু অঙ্গভঙ্গি করে যা মাঠের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে, তাহলে দু-দলের মধ্যে ঝামেলা বাঁধতে বাধ্য। প্রসঙ্গত, দেশের হয়ে ৩৭টি টেস্ট ও ৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন মাঞ্জরেকার।

৯ সেপ্টেম্বর.২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে