স্পোর্টস ডেস্ক : আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফরের জন্য মুমিনুলকে অধিনায়ক করে ১৫ সদস্যরর একটি টিম ঘোষণা করেন। দলের নেতৃত্ব পেয়ে চমকে গেছেন মুমিনুল হক।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে যে যাচ্ছেন, সেটা অনেকটাই নিশ্চিত ছিলেন মুমিনুল হক। তবে ভাবতে পারেননি, দল ঘোষণায় তার জন্য থাকছে বড় এক চমক! এই বাঁহাতি ব্যাটসম্যান বললেন, নেতৃত্ব পেয়ে নিজেই চমকে গেছেন ভীষণ!
অধিনায়কত্বের প্রসঙ্গেই যেমন বললেন, “খুব ভালো হয়েছে। অধিনায়ক হওয়ায় এখন সব ম্যাচ খেলতে পারব, নইলে হয়ত ২-১ ম্যাচ বসে থাকতে হতো!” মজা করা শেষে অবশ্য অধিনায়কত্ব পেয়ে নিজের বিস্মিত হওয়ার কথা জানালেন।
তিনি বলেন, আমার কোনো ধারণাই ছিল না যে, আমাকে অধিনায়ক করা হচ্ছে। খবরটি শুনে তাই অবাক হয়েছি অনেক। ভাবতে পারিনি যে, আমাকে অধিনায়ক করা হবে। আমার ওপর আস্থা রাখায় বিসিবিকে ধন্যবাদ। চেষ্টা করব ভালো করার।
এর আগে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। এছাড়া গত এপ্রিলে বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন বিসিবি একাদশকে।
দল নিয়ে তিনি জানান, দল খুব ভালো হয়েছে, আমি খুশি। জাতীয় দলের আমরা সবাই আছি, নতুন কিছু মনে হবে না। অনেকেরই অনুশীলন দরকার, অনেকেই দলে ফেরার আশায় আছে। আশা করি আমরা ভালো কিছু করতে পারব।
১৩ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। ভারতে খেলবে তিনটি ৫০ ওভারের ও দুটি তিন দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দল : এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক, নাসির হোসেন, আরাফাত সানি, সাকলাইন সজিব, রুবেল হোসেন, সফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন ও শুভাগত হোম চৌধুরী।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি