বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৩:১০

আরো এক অভিজ্ঞ ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া

আরো এক অভিজ্ঞ ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : আরো একজন অভিজ্ঞ অসি ক্রিকেটারের বিদায়। মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্সের সরণিতে ব্র্যাড হ্যাডিন৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি৷ এই বছরের শুরুতে একদিনের ক্রিকেট থেকে সরে গেছিলেন৷ এবার অবসর নিলেন টেস্ট থেকে৷ বুধবার সকালে ঐতিহ্যশালী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অবসরের কথা ঘোষণা করেন৷

একই সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও সরে গেলেন এই অসি উইকেটরক্ষক৷ তবে সিডনি সিক্সার্সের হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলবেন৷ গত অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টের পর থেকেই অবসরের কথা ভাবছিলেন৷ কঠিন সিদ্ধান্তটা অবশেষে নিয়েই ফেললেন ৩৭ বছরের হ্যাডিন৷

সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ছোটবেলায় একটাই স্বপ্ন ছিল, একদিন যেন এস সি জি-তে খেলতে পারি৷ সেই স্বপ্ন সত্যি হয়েছে৷ এস সি জি-তে বসে অবসরের কথা ঘোষণা করছি৷ এর থেকে ভাল আর কিছু হতে পারে না৷’ কেন সরে যাচ্ছেন? হ্যাডিনের উত্তর, ‘গত অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টের পর থেকেই বুঝতে শুরু করি, আমার ক্রিকেট খেলার খিদেটা হারিয়ে যাচ্ছে৷ তাই অবসরের সিদ্ধান্ত নিতে অসুবিধে হয়নি৷ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে৷’

২০০১-এ অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ম্যাচে অভিষেক হয় হ্যাডিনের৷ টেস্ট দলে সুযোগ আসে ২০০৮-এ৷ গিলক্রিস্ট চলে যাওয়ার পর৷ দেশের হয়ে ৬৬ টেস্টে ৩২৬৬ রান করেছেন তিনি৷ গড় ৩২.৯৮৷ উইকেটের পিছনে শিকার ২৭০৷
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে