বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৬:০৮

বিসিবি আয়োজিত প্রতিবন্ধীদের টুর্নামেন্টে শিরোপা জিতল সেই দেশ

বিসিবি আয়োজিত প্রতিবন্ধীদের টুর্নামেন্টে শিরোপা জিতল সেই দেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নেমেছে। পাঁচটি দেশের অংশ গ্রহণে আয়োজিত হয় প্রথম বারের মত এই টুর্নামেন্ট।

বৃহস্পতিবার বিকেএসপির ৩নং মাঠে প্রতিবন্ধীদের লড়াইয়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কাছে যে দলটি শোচনীয়ভাবে হেরে যায় সে দলটি জিতে নেয় এই আসরের শিরোপা।

পাকিস্তান ও ইংল্যান্ড ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়। ইংলিশরা ১৯ রানে জিতে নিয়েছে প্রতিবন্ধী টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা। ১৭৬ রানের লক্ষ্যে পাকিস্তানের সংগ্রহ ছিল সাত উইকেটে ১৫৬।

এবারই শুরু হয় প্রতিবন্ধী আসরের টুর্নামেন্ট। সাড়া দেয় পাঁচটি দেশ। অংশ নেয়া ৫ টি দেশ হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও আফগানিস্তান।

২০১৫ সালের প্রতিবন্ধী টি-টোয়েন্টি বিশ্বকাপ খ্যাত আসরের প্রথম শিরোপ জয়ী ইংল্যান্ড। রানার্সআপ পাকিস্তান। বাংলাদেশ তৃতীয়। এই আসরটি এবার থেকেই যোগ হলো বিশ্ব ক্রিকেটে।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে