বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১০:১৬

পাকিস্তানের সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যান হলেন কারা?

পাকিস্তানের সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যান হলেন কারা?

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান একবার বিশ্বকাপের স্বাদ পায়। ক্রিকেটে পাকিস্তানের দাপট মোটেই কম নয়। বিশ্বসেরা অনেক ক্রিকেটারকে তৈরী করেছে পাকিস্তান। ক্রিকেটে পাকিস্তানের স্বর্ণযুগ ছিল দীর্ঘদিন। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত হয় একটি প্রতিবেদন। এখানে সর্বকালের সেরা পাঁচ ক্রিকেটারকে নির্বাচন করে লেখা হয় বিস্তারিত।

এক নম্বরে রয়েছেন পাকিস্তানের লিটল মাস্টার খ্যাত হানিফ মোহাম্মদ। দুই নম্বরে রয়েছেন এশিয়ান ব্যাডম্যান খ্যাত জহির আব্বাস। তিন নম্বরে জাবেদ মিয়াঁদাদ। চার নম্বরে সাঈদ আনোয়ার। অন্যদিকে পাঁচ নম্বরে রয়েছেন ইমজামাম উল হক।

হানিফ মোহাম্মদ সম্পর্কে বলা হয়, তিনি খুবই মেধাবি ক্রিকেটার ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩৭ রানের একটি ইনিংস রয়েছে তার।

জাবেদ মিয়াঁদাদ ২৩টি সেঞ্চুরি ও ৪৩ টি ফিফটি করেন। যা ইমজামামের ভেঙ্গে দেয়ার আগ পর্যন্ত রেকর্ড হিসাবে ছিল। সাঈদ আনোয়ার যে কোনো বোলিং আক্রমণকে প্রতিহত করতে জানতেন।

ওয়ানডেতে তার করা ১৯৪ রান দীর্ঘদিন সর্বোচ্চে ব্যক্তিগত ইনিংস হিসাবে ছিল। ইমজামাম পাকিস্তানের বিশ্বকাপ জয়ে অবদান রাখেন। ১৯৯২ এর বিশ্বকাপে ২২ বছর বয়সে ৩৭ বলে ৬০ রান করেন তিনি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে প্রথম দশ হাজারের বেশি রান করেন তিনি।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে