স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাথে দক্ষিণ আফ্রিকার সাফল্য ছিল কেবল টি-টোয়েন্টি ম্যাচে। ওয়ানডেতে টাইগারদের কাছে হেরেছে তারা। অন্যদিকে টেস্টের অভিজ্ঞতা খুবই বিরক্তিকর।
কিন্তু প্রতিপক্ষ হিসাবে নিউজিল্যান্ডকে পেয়ে ঠিকই জ্বলে ওঠে আফ্রিকার ক্রিকেটাররা। আক্টোবরে বাংলাদেশের বন্ধু দেশ অর্থাৎ ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা।
এরই মধ্যে টেস্ট দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। এখানে দেখা গেল ব্যাপক রদবদল। ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ও অফ স্পিনার ডেন পিট।
ডি ককের যায়গায় ডেন ভিলাসকে নেয়া হয়েছে উইকেটকিপার ও ব্যাটসম্যান হিসাবে। নবাগত হিসাবে ডাক পেয়েছেন কায়া জনডু। আহত হওয়া রুশোর যায়গায় সুযোগ পান তিনি।
ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : হাশিম আমলা (আধিনায়ক), তেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাক ডু প্লেসিস, ডিয়ান ইলগার, সিমন হারমার, ইমরান তাহির, মর্নে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ডেন পিট, ক্যাজিসো রাবাদা, ডেল স্টেইন, সিয়ান ভ্যান জাইল ও ডেন ভিলাস।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর