স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের সবগুলো দেশের সাথে অন্যরকম বন্ধুত্ব রয়েছে। ক্রিকেটই এই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে। তবে এর মধ্যে ব্যতিক্রম হলো ভারত ও পাকিস্তান।
দীর্ঘদিন ধরে কোনো দ্বিপাক্ষীয় সিরিজ নেই এই দুই দেশের। এ বিষয়টিকে মোটেই ভালো দৃষ্টিতে দেখছে না ক্রিকেটের অভিভাবক প্রতিষ্ঠান আইসিসি।
আইসিসির প্রধান সির্বাহী ডেভ রিচার্ডসন উদ্বেগ প্রকাশ করেছেন এ নিয়ে। তিনি বলেছেন, পাক-ভারত সিরিজের পুনঃপ্রতিষ্ঠা ক্রিকেটের ভাবমূর্তিকেই আরো বাড়িয়ে দিবে।
দুই দেশকেই তিনি ক্রিকেটের আইকন দেশ বলে অভিহিত করেন। রিচার্ড বলেন, বিশ্বের সব যায়গায় ক্রিকেট পৌঁছে দিতে এই দুই দেশের লড়াই মুখ্য ভূমিকা পালন করতে পারে।
দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রিচার্ড দুই দেশকে এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। ভারত-পাকিস্তানের সবকিছু ভুলে ক্রিকেটে ফিরে আসার আহবান তার কন্ঠে।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর