বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫০:৪৩

এশিয়া কাপ আয়োজনে শক্তিশালী দাবিদার বাংলাদেশ

এশিয়া কাপ আয়োজনে  শক্তিশালী দাবিদার বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গত দুই আসর যথাক্রমে ২০১২ ও ২০১৪ আসরের আয়োজক দেশ হয়েছিল বাংলাদেশ। আয়োজক দেশ হিসেবে অত্যান্ত দক্ষতার পরিচয় দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিবি। আর তাতেই পরবর্তী আসর নিয়ে আইসিসির পক্ষ থেকে কিছুটা সবুজ সংকেতের আবাস পাওয়া গিয়েছিল হয়তো আবারো এশিয়া কাপের আয়োজক দেশ হতে পারে বাংলাদেশ। ঠিক এমনটি শোনা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের মুখেও। পাপন জানিয়েছিলেন, ‘সম্ভব্য ভেন্যু ভারতে হলেও বাংলাদেশেও আয়োজন হতে পারে পরবর্তী এশিয়া কাপ।’

বৃহস্পতিবার বিসিবি সভাপতির কথার সঙ্গে সূর মেলালেন আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তিনি মনে করেন,  ‘এশিয়া কাপ আয়োজনের জন্য বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দাবিদার।’

বৃহস্পতিবার আইসিসির প্রতিনিধি হয়ে আইসিআরসি আন্তর্জাতিক টোয়েন্টি২০ টুর্নামেন্ট পর্যবেক্ষণে আসেন আমিনুল ইসলাম বুলবুল। এ প্রসঙ্গে তিনি বৃহস্পতিবার বলেছেন, ‘এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল, বাণিজ্যিকভাবে সফল আসরগুলো হয়েছে বাংলাদেশে। যে কয়বার হয়েছে, ততবারই। এবারও বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দাবিদার।’

১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে