স্পোর্টস ডেস্ক: বিশ্ব বিখ্যাত টেনিস তারকা রজার ফেদারাসহ আরো কয়েকজন টেনিস খেলোয়াড়ের মালিক হয়েছেন বিরাট কোহলি। মূলত আগামী ২-২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের আইপিটিএলের একটি টেনিস দলের মালিক হয়েছেন ভারতীয় এই ক্রিকেট তারকা। যেখানে রয়েছেন রজার ফেদেরারের মতো বিশ্বখ্যাত তারকাও।
কোহলির এই টেনিস দলটির নাম ইউএই রয়্যালস; ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগের (আইপিটিএল) দল। কোহলি অবশ্য দলটির পরিপূর্ণ মালিক নন। তিনি এই দলের একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার কিনেছেন।
কোহলি আরও বলেছেন, ‘আমি বরাবরই রজার ফেদেরারের দারুণ ভক্ত। এবার তার সঙ্গে একই দলে থাকতে পারার বিষয়টি আনন্দের। আমি ইউএই রয়্যালসের উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছি।’
এর আগে বৃহস্পতিবার দুবাইয়ে ইউএই রয়্যালস দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। সেখানে উপস্থিত কোহলি বলেছেন, ‘আমি সব সময় টেনিসের বিষয়ে প্রবল উৎসাহী এবং আজ একটি পেশাদার টেনিস লিগ দলের অংশ হতে পেরে দারুণ আনন্দিত।’
সূত্রঃ এনডি টিভি
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর